উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোনাগাজী উপজেলার ৭২টি ভোট কেন্দ্রে মঙ্গলবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত ব্যালট পেপার ব্যাতিত ভোট গ্রহনের জন্য সকল সরঞ্জাম পৌঁছে যাবে ।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলায় ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন মিলিয়ে মোট ৭২ টি ভোট কেন্দ্র রয়েছে। সোনাগাজী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৪ হাজার ৯০৫ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৭৩৭ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৯ হাজার ১৬৮ জন। কক্ষের সংখ্যা ৫৪৯টি। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ ২৭৬ টি ও মহিলা ভোট কক্ষ ২৯৯টি। বুধবার ভোর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, উপজেলা নির্বাচনে এবার পৌর সভায় ১ জন ও প্রতি ইউনিয়নে ১ জন করে মোট ১০ জন ম্যাজিস্ট্রেট থাকবে। ২ প্লাটুন বিজিবি ৬ টি টিমে উপজেলা ব্যাপী কাজ করবে। পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব, ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।