ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এক লক্ষ বান্ডিল ঢেউ টিন ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য তিন হাজার করে টাকা বরাদ্দ দিয়েছেন।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি বণ্যা নিয়ন্ত্রন বাঁধ ও জলকপাটের তালিকা করে পানি উন্নয়ন বোর্ডকে আগামী ২৪ ঘন্টার মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মুঠোফোনে জানান, কলাপাড়া উপজেলার জন্য আজকে তাঁর মন্ত্রনালয় থেকে ৫ লক্ষ টাকা, রাঙ্গাবালী উপজেলার জন্য ১০ লক্ষ টাকা, কলাপাড়া উপজেলায় গো-খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, রাঙ্গাবালী উপজেলায় গো খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, কলাপাড়া উপজেলায় শিশু খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, রাঙ্গাবালী উপজেলার জন্য ২ লক্ষ টাকা, কলাপাড়া উপজেলায় জি-আর ২০০ টন চাল, রাঙ্গাবালী উপজেলায় জিআর ২০০ টন চাল, কলাপাড়া উপজেলায় শুকনা খাবার ৫০০ প্যাকেট ও রাঙ্গাবালী উপজেলায় শুকনো খাবার ৫০০ প্যাকেট বরাদ্দ দিয়েছেন।