বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বরাদ্দ
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৩:৪৫ PM
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এক লক্ষ বান্ডিল ঢেউ টিন ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য তিন হাজার করে টাকা বরাদ্দ দিয়েছেন। 

এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি বণ্যা নিয়ন্ত্রন বাঁধ ও জলকপাটের তালিকা করে পানি উন্নয়ন বোর্ডকে আগামী ২৪ ঘন্টার মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দিয়েছেন তিনি। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মুঠোফোনে জানান, কলাপাড়া উপজেলার জন্য আজকে তাঁর মন্ত্রনালয় থেকে ৫ লক্ষ টাকা, রাঙ্গাবালী উপজেলার জন্য ১০ লক্ষ টাকা, কলাপাড়া উপজেলায় গো-খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, রাঙ্গাবালী উপজেলায় গো খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, কলাপাড়া উপজেলায় শিশু খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, রাঙ্গাবালী উপজেলার জন্য ২ লক্ষ টাকা, কলাপাড়া উপজেলায় জি-আর ২০০ টন চাল, রাঙ্গাবালী উপজেলায় জিআর ২০০ টন চাল, কলাপাড়া উপজেলায় শুকনা খাবার ৫০০ প্যাকেট ও রাঙ্গাবালী উপজেলায় শুকনো খাবার ৫০০ প্যাকেট বরাদ্দ দিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত