সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত ৫টি পৌর প্রাথমিক বিদ্যালয়ের পড়ূয়া শিশু শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের দ্বিতীয়দিনে শহরের বড়পাড়া এলাকার পৌর প্রাথমিক বিদ্যালয়ের ১০৭জন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার উদ্যোগে পৌর মেয়রের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও এনজিও সংস্থা আরডিএসএর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার হিসার রক্ষন কর্মকর্তা সন্তোষ কুমার দাস,মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ কাউসার ও অপু সরকার প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,শিক্ষাই জাতির মেরুদন্ড। এই শিক্ষার বিস্তারে এবং ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা সারাদেশে বছরের প্রথমদিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন।
তিনি বলেন এই পৌরসভা কর্তৃক পরিচালিত পাচঁটি বিদ্যালয় এলাকায় ঝড়েপড়া শিশু শিক্ষার্থীরা যেন স্কুল বিমুখ না হয় সেজন্য প্রতিটি শিক্ষার্থীকে উৎসাহিত করতে বিনামূল্যে পৌরসভার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে এই স্কুল ড্রেস বিতরণ করা হচ্ছে। তিনি গরীব ও ঝড়েপড়া শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান। পরে শিক্ষার্থীদের হাতে ড্রেস তুলে দেন মেয়র নাদের বখত।