শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
রাঙামাটিতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৪:৩৬ PM
রাঙামাটিতে ষষ্ঠ শ্রেনিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে ) সকাল ১১টায় রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হক (৪০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ গ্রামের মৃত আতাউল হমের ছেলে। তবে তিনি রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভ বাজার পুরান বস্তি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রায়ের আদেশে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ছাড়াও শিশুটির পরিবারকে ৯০ দিনের মধ্যে এক লাখ ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলাপ্রশাসক দায়িত্ব দেওয়া হয়।

রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। এই রায়ের মাধ্যমে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে বলে আমি মনে করি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত