ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীতে রেললাইনে কাটা পড়ে নেহার বেগম(৬৫) নামে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে দীঘলকান্দা গ্রামের সোহরাব ব্যাপারীর স্ত্রী।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, বিকাল ৪ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রেন ওই এলাকায় পৌছলে ওই মহিলাটি ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই নিহত হয়।
পরে বিভৎস মরদেহটি স্থানীয় ও ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে। কি কারনে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।