বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
নমুনার সঙ্গে ব্যালটের প্রতীকে অমিল হওয়ায় ভোটগ্রহণ স্থগিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১১:১৮ AM
বগুড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর বরাদ্দ প্রতীকের সঙ্গে ব্যালটের প্রতীকের অমিল থাকায় বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। 

এর আগে, নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকার অভিযোগ তুলেন এক প্রার্থী। ওই প্রার্থীর নাম ইফতারুল ইসলাম মামুন। তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন। 

তিনি অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। বুধবার (২৯ মে) ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম দেয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না। আমি নির্বাচন অফিসে গিয়েও কাউকে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচার প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরুপায়। আমি কোথায় কি করব বুঝতেও পারছি না। পরে অভিযোগ আমলে নিয়ে নির্বাচন ভাইস চেয়ারম্যান পদে স্থগিত করার ঘোষণা দেয়া হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত