ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন দ্বিতীয় বারের মত চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আ'লীগের সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু।
বুধবার (২৯ মে) ৮ টার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৪৪ হাজার ৯০৫ জন। এর মধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৬ হাজার ১শ ৭১ ভোট পেয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন বেসরকারিভাবে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুল হক মানিক (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৭০৯ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৮৩ হাজার ২শ ৫৪ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াতুল হক বিটু দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হায়দার উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২শ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে একক প্রার্থী থাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম (শাহীন গণি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি।