শ্রীমঙ্গলে ভূমিকম্প অনুভুত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, আজ সন্ধ্যা ৭টা ১৩ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভুত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।
তিনি আরো জানান, ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার দুরে মিয়ানমার ছিল এর উৎপত্তিস্হল।
শ্রীমঙ্গলে ভূ-কম্পন অনুভুত হওয়ার সাথে সাথে অনেক আতংকিত লোকজন বাইরে বেরিয়ে আসেন। এসময় বাসা-বাড়ি, ভবন কেঁপে ওঠে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।