সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যিনি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০:৩৭ AM
নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান।

আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র চক্রবর্তী ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৪৬ ভোট পেয়েছেন। ( ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে)।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদী হাসান।

ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ২২ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যোতির্ময় রায় খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হর্ষবর্ধন রায় চশমা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে ৩৪ হাজার ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৫০ ভোট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত