মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
যশোরে দুটি উপজেলায় নির্বাচিত হলেন যারা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০:৫৯ AM
ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের দুটি উপজেলায় ভেট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে নিবার্চিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী । তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের ছেলে রাজীব রায় ঘোড়া প্রতিক পেয়েছেন ২০ হাজার ৮১৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নিবার্চিত হয়েছেন এনায়েত হোসেন লিটন। তিনি মাইক প্রতীকে ৩৪ হাজার ৮০৭ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম শাহজালাল বই প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৬২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান প্রজাপতি প্রতীকে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুন্নাহার লিমা পেয়েছেন ২২ হাজার ৮১১ ভোট। 

এ উপজেলায় ৭০ টি কেন্দ্রে মোট ভোটার ছিল এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ১০৪ জন। বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওয়াহিদা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান সরদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিন অধিকারী ব্যাচা আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২২১ভোট। 

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাস প্রতীকে ডা. সাফিয়া খানম। তিনি পেয়েছেন ভোট ৪২ হাজার ১৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে মিনারা পারভীন পেয়েছেন ৪১ হাজার ৩১৭ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী অভয়নগরের মোট ভোটার ২ লাখ ১৮ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৩৩৫, নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৭৫৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। অভয়নগর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এসএম হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত