তৃতীয় ধাপে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক রানা সরদার।
তিনি মোট ৩৯ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ২৩০ ভোট। ২৯ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৮৪ কেন্দ্রের ৬০২টি বুথে মোট ভোট কাস্ট হয়েছে ৭৭ হাজার ৬৭৭। মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ৩৭১।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান মাইক মার্কায় ৩০ হাজার ৯০৩ ভোট পেয়ে বিজয় হয়েছেন আব্দুস সালাম খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্প প্রতীকের মেহেদী হাসান পেয়েছেন ১২ হাজার ৮৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি কলস মার্কায় ২৬ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কায় মাহজাবিন শিরিন প্রিয়া ভোট পেয়েছেন ২১ হাজার ৪৮৯।