নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় পরিষদ কার্যালয়ে ইউপি সচিব সিরাজুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু এ সময় উপস্থিত ছিলেন, কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি'সহ ইউপির সকল মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ ১৯ হাজার ২৮১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লাখ ৫১হাজার ৫৫১ টাকা, এছাড়াও মোট উদ্বৃত্ত ৩৯ হাজার ২১১ টাকা।