বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৫:৫০ PM আপডেট: ৩০.০৫.২০২৪ ৬:২১ PM
বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা ইপিআই ভবন মিলনায়তন হল রুমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার বাস্তবায়নে জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন।

কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধায়ক ডাঃ রাজেশ সিংহ মৃতুল, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক।

এ সময় ডাঃ রাজেশ সিংহ মৃতুল স্বাস্থ্য সেবা সম্পর্কে বিভিন্ন সচেতনতামুলক স্বাস্থ্য সম্পর্কিত বক্তব্য রাখেন এবং জেলার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ৩০ মে ২০২৪ ইং পালনের নিমিত্তে সার্বিক তথ্যাদি তুলে ধরেন তার মধ্যে সুনামগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৭,৬৮,০৩৩, জেলার মোট উপজেলার সংখ্যা ১১ টি,জেলার মোট ইউনিয়ন (০১ টি পৌরসভাসহ) সংখ্যা ৮৯, জেলার মোট ওয়ার্ড সংখ্যা রয়েছে ২১৬৭, মোট স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১৩ টি, জেলার মোট ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের সংখ্যা (স্থলবন্দর, রেলসেষ্টশন,বাস টার্মিনাল, ফেরিঘাট) ৩৬ টি, কমিউনিটি ক্লিনিক,ইউনিয়ন সাব সেন্টার ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যা ৩৩৬ টি, মোট ঠিকাদান কেন্দ্র ২১৭৯ টি, মোট স্বাস্হ্য সহকারী ও এফ ডব্লিউ এ-র সংখ্যা ৬৮৮ টি , প্রথম সারির সুপার ভাইজার রয়েছে ২৩৮, সেচ্ছাসেবীর সংখ্যা ( এন জি ও কর্মীসভায় ) ৩৫৯২, জেলায় (৬-১১) বয়সী শিশুর মোট সংখ্যা ( লক্ষমাত্রা) ৪৪,৩১০ এবং (১২-৫৯) মাস বয়সী শিশুর মেট সংখ্যা ( লক্ষ্যমাত্রা ) ৩,৫০,৭৫০, এবং( ৬-১১) মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ৬৮,(১২-৫৯) মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা রয়েছে ৩৭৮১০, জেলা য় (৬-১১) মাস বয়সী শিশুদের জন্য ১ লক্ষ আই, ইউ ভিটামিন’এ’ক্যাপসুল এর চাহিদা রয়েছে ৪২,০০০, এবং (১২-৫৯) মাস বয়সী শিশুদের জন্য ২ লক্ষ আই. ইউ ভিটামিন ‘এ’ক্যাপসুল এর চাহিদা (৩,৩৫,০০০), ৩০মে ২০২৪ ইং সকাল ৮ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন চলবে সুনামগঞ্জ জেলাজুড়ে। 

বিকাল ৪ ঘটিকার পর যে কোন ধরনের পরিস্থিতি মেকাবেলার জন্য ক্যাম্পেইন পরবর্তী সময় হইতে ঐ দিন সারারাত প্রতিটি উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী সর্বস্ব স্বাস্হ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষনিক মোবাইল ও জরুরী বিভাগে মেডিকেল টিম কর্মরত থাকবে বলে কর্মশালায় জানান ডেপুটি সিভিল সার্জন ডা: রাজেশ সিংহ মৃতুল। এছাড়াও ৩০মে সিভিল সার্জন অফিস, সুনামগঞ্জ এ জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন মনিটরিং এর জন্য সার্বক্ষনিক একটি কন্ট্রোল রুম চালু থাকবে। প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত