বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
মানসিক সমস্যায় আক্রান্ত হাজারও ই'সরা'ইলি সেনা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১:০৮ PM
গা'জা উপত্যকায় হা'মা'সের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মানসিক রোগী হয়ে ফিরছেন আ'ইডি'এফ সেনারা, আর তাদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঘুম হারাম ই'সরাই'লের। কথায় বলে, শরীরের অসুখ ওষুধে সেরে গেলেও, মনের অসুখ সারাবে কে? এমনই এক চরম বাস্তবতার মুখে আছে ই'সরাই'লের হাজার হাজার সেনা। 

ই'সরা'ইলের স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল নিজেই স্বীকার করেছেন যে, ফি'লিস্তি'নি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি ভয়াবহ রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্কট আরও প্রকট হচ্ছে।

আ'ইডিএফ বরাতে টাইমস অব ই'সরা'ইল এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গা'জা যুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে আশি ভাগই কোন না কোন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ, ৩৫ হাজারের বেশি সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

ই'সরাই'লসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শীর্ষ সংবাদ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গেছে, সংঘাত শুরুর পর, মানসিক স্বাস্থ্য সেবা পেতে দেশটির স্বাস্থ্য সেবা হটলাইনে কল করেছে ৩৫ হাজারের বেশি ই'সরা'ইলি সৈন্য। এছাড়া তিন শতাধিক সেনাকে মানসিক সমস্যার কারণে অব্যাহতি দেয়া হয়েছে।

হা'মা'সের গেরি'লা যুদ্ধ কৌশল ই'সরাই'লি সেনাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এই বুঝি হা'মাস এলো, এমন শঙ্কায় স্লিপিং খেয়েও ঘুমাতে পারছে ই'হু'দি সেনারা। উল্টো দুঃস্বপ্ন দেখছেন। সেই সঙ্গে নির্বিচারে নিরীহ ফি'লি'স্তিন নারী ও শিশু হত্যার বিষয়টিও গভীর ক্ষত তৈরি করছে সেনাদের মনে।

ই'সরা'ইলি চিকিৎসকরা জানাচ্ছেন, গা'জায় যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে বা পি.টি.এস.ডি-তে ভুগছেন। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সৈন্যদের চিকিৎসার জন্য একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে ই'সরাই'লের সেনাবাহিনী।

ই'সরা'ইলের রুপিন একাডেমিক সেন্টার ও যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক যৌথ সমীক্ষায় বলা হয়েছে, ২৯ শতাংশ ই'সরা'ইলি সেনা সদস্য পিটিএসডি, ৪২ শতাংশ বিষন্নতা এবং ৪৪ শতাংশ উদ্বেগ-উৎকণ্ঠার মতো মানসিক সমস্যা ভুগছেন কিংবা ভুগছিলেন।

ই'সরা'ইলি সেনাবাহিনীর ক্লিনিক্যাল বিভাগের প্রধান ইয়েখিয়েল লেভেচিৎজ জানিয়েছেন, তাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাজার হাজার সেনাকে সেবা দিয়েছে। এদের মধ্যে বড় একটি অংশকে আবারও দায়িত্বে ফেলত পাঠানো গেলেও অনেকের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিলো যে, বরখাস্ত করতে হয়েছে।

ই'স'রাই'লি সেনাদের মধ্যে মানসিক সমস্যা এতোটাই বিপজ্জনক পর্যায়ে পড়েছে যে, কোনো কোনো সেনা সদস্য যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিয়েছেন। গত  অক্টোবর থেকে হা'মা'সের বিরুদ্ধে যুদ্ধের সময় কমপক্ষে দশজন ই'সরা'ইলি সেনা আত্মহ'ত্যা করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত