টিকটকের আলোচিত-সমালোচিত নাম প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন। এবার এই টিকটকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
প্রিন্স মামুন সংবাদমাধ্যমকে বলেন, পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। আমি আইনিভাবে এটি মোকাবিলা করব।
তিনি আরও বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। তাই আমি হাজিরা দেইনি। মামলায় হাজিরা না দেয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।
লায়লা গণমাধ্যমকে বলেন, কোন মামলায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।
প্রসঙ্গত, প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নিয়ে চলতে থাকে আলোচনা। বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ব্যাপক ট্রলের শিকার হয়ে থাকেন।