জীবনে যদি আরও একবার নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পান তাহলে সেটা সকলের সামনে বলার মতো বুকের পাটা রয়েছে। এটা নিয়ে কানাঘুষো বা গুঞ্জন ছড়ানোর কোনও প্রয়োজনই নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই বলেছেন দক্ষিণের সুপারস্টার নাগা চৈতন্য। প্রসঙ্গত, ও আন্তাভা গার্ল সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাগার জীবনের নতুন প্রেম নিয়ে বেশ চর্চা হচ্ছে পেজ থ্রি-র পাতায়।
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভ
সবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এবার সেই গুঞ্জনের মাঝেই মুখ খুললেন আমিরের সহ অভিনেতা নাগা চৈতন্য। সাফ জানিয়েছেন, তাঁর জীবনের প্রেম নিয়ে চর্চার কোনও দরকার নেই। নিজেই সকলকে জানাবেন।
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভ
সুপারস্টার নাগা চৈতন্যের মতে, ভালোবাসা একটা সুন্দর অনুভূতি। প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসার প্রয়োজন রয়েছে। কার জীবনে কখন ভালোবাসা আসে আবার চলে যায় সেটা তো কেউ বলতে পারে না। প্রতিটি মানুষের চারিদিকেই ভালবাসার একটা বলয় থাকে। প্রেম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন সামান্থার প্রাক্তন স্বামী। ভালোবাসা যদি জীবনে আসে তাহলে সেটাকে গ্রহণ করা উচিত। কারণ প্রেমই মানুষকে ভালো রাখতে সাহায্য করে।
" align=
আমির খানের সঙ্গে নতুন ছবি লাল সিং চাড্ডায় অভিনয় করছেন দক্ষিণী মেগাস্টার নাগা চৈতন্য। ছবির প্রমোশনের মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়। সবিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে তিনি কিন্তু মোটেই বিচলিত হননি। সোজাসুজি এই গুঞ্জনকে প্রত্যাক্ষানও যেমন করেননি তেমনই আবার সম্মতিপূর্ণ কোনও ইঙ্গিতও দেননি। হাসি মুখে জবাবটা সুন্দর করে এড়িয়ে গিয়েছেন।
সবিতা ধুলিপালার
প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু-কে ফরমুলা ওয়ান রেসিং ট্র্যাকেই প্রোপোজ করেছিলেন নাগা চৈতন্য! সবিুতা ধুলিপালাকেও কী তাহলে...এমনটাই ভেবেছিলেন নাগার অনুগামীরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নাগা চৈতন্য নাকি সবিতা ধুলিপালাকে নিয়ে তাঁর নতুন বাড়িতে পর্যন্ত গিয়েছেন। হায়দরাবাদে নাগার বাড়ি দেখাতে সবিতাকে নিয়ে গিয়েছিল বলেই খবর।
সবিতা ধুলিপালার
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।
গত বছর গুঞ্জন চাউর হয় বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। এবার গুঞ্জন উড়ছে, ইউরোপে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তারা।
সবিতা ধুলিপালার
গত ৩১ মে ছিল শোবিতা ঢুলিপালার ৩২তম জন্মদিন। বিশেষ দিনটি বিশেষ মানুষের সঙ্গে কাটানোর জন্য ইউরোপ ট্যুরে গিয়েছেন শোবিতা। এ ট্যুরের একটি ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি প্রথম প্রকাশ করে বলিউড শাদি ডটকম। এরপর দ্রুত এটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
এই গ্রুপ ছবিতে দেখা যায়, শোবিতা-নাগা ছাড়াও বেশ কজন বিদেশি রয়েছেন। তারা একসঙ্গে ওয়াইন টেস্ট করছেন।
" align=
এবারই প্রথম নয়, এর আগেও লন্ডনে একসঙ্গে ছুটি কাটিয়েছেন নাগা-শোবিতা। গত বছরের মাঝামাঝি সময়ে শোবিতার সঙ্গে তোলা নাগার একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়। মূলত, তারপর জোরালো হয় এ জুটির প্রেমের গুঞ্জন। সন্ধানে নাগা চৈতন্য? মুখ খুললেন অভিনেতা
জীবনে যদি আরও একবার নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পান তাহলে সেটা সকলের সামনে বলার মতো বুকের পাটা রয়েছে। এটা নিয়ে কানাঘুষো বা গুঞ্জন ছড়ানোর কোনও প্রয়োজনই নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই বলেছেন দক্ষিণের সুপারস্টার নাগা চৈতন্য। প্রসঙ্গত, ও আন্তাভা গার্ল সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাগার জীবনের নতুন প্রেম নিয়ে বেশ চর্চা হচ্ছে পেজ থ্রি-র পাতায়।
সবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এবার সেই গুঞ্জনের মাঝেই মুখ খুললেন আমিরের সহ অভিনেতা নাগা চৈতন্য। সাফ জানিয়েছেন, তাঁর জীবনের প্রেম নিয়ে চর্চার কোনও দরকার নেই। নিজেই সকলকে জানাবেন।
" align=
সুপারস্টার নাগা চৈতন্যের মতে, ভালোবাসা একটা সুন্দর অনুভূতি। প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসার প্রয়োজন রয়েছে। কার জীবনে কখন ভালোবাসা আসে আবার চলে যায় সেটা তো কেউ বলতে পারে না। প্রতিটি মানুষের চারিদিকেই ভালবাসার একটা বলয় থাকে। প্রেম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন সামান্থার প্রাক্তন স্বামী। ভালোবাসা যদি জীবনে আসে তাহলে সেটাকে গ্রহণ করা উচিত। কারণ প্রেমই মানুষকে ভালো রাখতে সাহায্য করে।
আমির খানের সঙ্গে নতুন ছবি লাল সিং চাড্ডায় অভিনয় করছেন দক্ষিণী মেগাস্টার নাগা চৈতন্য। ছবির প্রমোশনের মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়। সবিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে তিনি কিন্তু মোটেই বিচলিত হননি। সোজাসুজি এই গুঞ্জনকে প্রত্যাক্ষানও যেমন করেননি তেমনই আবার সম্মতিপূর্ণ কোনও ইঙ্গিতও দেননি। হাসি মুখে জবাবটা সুন্দর করে এড়িয়ে গিয়েছেন।
প্রাক্তন স্ত্রী
সামান্থা রুথ প্রভু
-কে ফরমুলা ওয়ান রেসিং ট্র্যাকেই প্রোপোজ করেছিলেন নাগা চৈতন্য! সবিুতা ধুলিপালাকেও কী তাহলে...এমনটাই ভেবেছিলেন নাগার অনুগামীরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নাগা চৈতন্য নাকি সবিতা ধুলিপালাকে নিয়ে তাঁর নতুন বাড়িতে পর্যন্ত গিয়েছেন। হায়দরাবাদে নাগার বাড়ি দেখাতে সবিতাকে নিয়ে গিয়েছিল বলেই খবর।
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভ
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।
সামান্থা রুথ প্রভ
গত বছর গুঞ্জন চাউর হয়— বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। এবার গুঞ্জন উড়ছে, ইউরোপে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তারা।
গত ৩১ মে ছিল শোবিতা ঢুলিপালার ৩২তম জন্মদিন। বিশেষ দিনটি বিশেষ মানুষের সঙ্গে কাটানোর জন্য ইউরোপ ট্যুরে গিয়েছেন শোবিতা। এ ট্যুরের একটি ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি প্রথম প্রকাশ করে বলিউড শাদি ডটকম। এরপর দ্রুত এটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
সামান্থা রুথ প্রভ
এই গ্রুপ ছবিতে দেখা যায়, শোবিতা-নাগা ছাড়াও বেশ কজন বিদেশি রয়েছেন। তারা একসঙ্গে ওয়াইন টেস্ট করছেন।
" align=
এবারই প্রথম নয়, এর আগেও লন্ডনে একসঙ্গে ছুটি কাটিয়েছেন নাগা-শোবিতা। গত বছরের মাঝামাঝি সময়ে শোবিতার সঙ্গে তোলা নাগার একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়। মূলত, তারপর জোরালো হয় এ জুটির প্রেমের গুঞ্জন।