পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে দূর্যোগকালীন জরুরী খাদ্য সহয়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৮ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহয়তা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।