শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহয়তা বিতরণ
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৪:৪৪ PM
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে দূর্যোগকালীন জরুরী খাদ্য সহয়তা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৮ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহয়তা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত