খাগড়াছড়ির গুইমারায় দরিদ্র মেধাবী দুই শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন ইউএনও রাজীব চৌধুরী ।
মঙ্গলবার (০৪ জুন) বিকেলে তিনি তাঁর কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী চাইওয়াপ্রু মারমার হাতে বিশ হাজার টাকা তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।
জানা গেছে, চাইওয়াপ্রু মারমা গুইমারা সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে পড়ালেখা করছে। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগে ভর্তি হবে।
এসময় গুইমারা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগে ভর্তি ফি সহ অন্যান্য কাজের জন্য আমার সম্মানীর টাকা থেকে চাইওয়াপ্রু মারমাকে নগদ বিশ হাজার টাকা প্রদান করি।
গরীব মেধাবী শিক্ষার্থীর অদম্য ইচ্ছাশক্তিকে সামনে এগিয়ে নিতে খাগড়াছড়ি জেলা প্রশাসন সবসময় পাশে দাঁড়ায়।সকল শুভ আর কল্যাণের সাথে সবসময় পাশে আছে উপজেলা প্রশাসন গুইমারা।