বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
কোম্পানীগঞ্জে ভূমিহীনদের মাঝে জমির খতিয়ান বিতরণ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৬:৫৩ PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় এলাকা উড়িরচরে বসবাসরত ভূমিহীন বাছাইয়ে শুনানি, বন্দোবস্ত কবুলিয়ত রেজিস্ট্রেশন কার্যক্রম ও ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় জমির খতিয়ান বিতরণ করা হয়েছে। 

(৪ জুন) মঙ্গলবার সকালে চরএলাহীর উড়িরচরের সমিতির বাজার সাইক্লোন শেল্টারে ভূমিহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এ খতিয়ান হস্তান্তর করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দীন আহমেদ। 

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিডিএসপি-বি প্রকল্পের ভূমি বন্দোবস্ত উপদেষ্টা রেজাউল করিম, উপসচিব মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. হাবেল উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় দীর্ঘ প্রতিক্ষার পর জমির খতিয়ান পেয়ে আনন্দ প্রকাশ করে ভূমিহীন পরিবারগুলো।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. হাবেল উদ্দিন জানান, সিডিএসপি-বি প্রকল্পের আওতায় উড়িরচরের ৩৭ ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি খতিয়ান বিতরণ করা হয়েছে। পরিবারগুলোর স্বামী ও স্ত্রীর নামে সর্বোচ্চ ১.৫ একর ভূমি বন্টন করে বন্দোবস্ত দেয়া হয় বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত