বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধা
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১১:৫০ AM
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী শীতালক্ষী রানী। 

বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে ছেলে পরেশ চন্দ্র শীলের কোলে চড়ে বরগুনার তালতলী উপজেলার ছোট অঙ্কুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই বৃদ্ধা।

এ বিষয়ে ছেলে পরেশ চন্দ্র শীল বলেন, ‘তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া গ্রামে আমাদের বাড়ি। আমার বাবা প্রেমানন্দ শীল বেশ কয়েকবছর হলো মারা গেছেন। কয়েকবছর হলো আমার মাও শয্যাশায়ী। তবে উপজেলা পরিষদ নির্বাচনে মায়ের ভোট দেয়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল। এজন্য আমি কোলে করে তাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। আমি সৌভাগ্যবান, এমন কজনার ভাগ্যে মাকে নিয়ে ভোটকেন্দ্রে আসার সুযোগ হয়? আমি সেই সুযোগটি পেয়েছি।’

ভোট দেয়া শেষে শীতালক্ষী রানী বলেন, ‘হলেও হতে পারে এটাই আমার জীবনের শেষ ভোট। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিতে আমি ভুল করিনি। ভোট দিতে কোনো অসুবিধা হয়নি বলেও জানান ওই বৃদ্ধা।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত