রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১:২৪ PM
লোহাগড়া উপজেলার নলদী এলাকায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। নলদী এলাকায় পৌঁছালে বখাটেরা তাদের কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীকে চড়-থাপ্পড় দিলে সঙ্গে থাকা বান্ধবীরা পালিয়ে যায়। পরে স্কুলছাত্রীকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়।

লোহাগড়া থানার পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রাতেই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তাদের শনাক্ত করেছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত