একুশ লক্ষাধিক টাকা বকেয়া থাকায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ভান্ডারিয়া ওজোপাডিকো অফিসের কর্মকর্তারা গিয়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন।
জানাগেছে, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ওজোপাডিকো ২১ লাখ টাকা বিদ্যুৎবিল পাওনা। বকেয়া পরিশোধ করতে অসংখ্যবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ বিল পরিশোধের কোনো ব্যবস্থা না নেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় রোগীরা হাতপাখা ব্যবহার করছেন। কেউ কেউ গরমে অতিষ্ট হয়ে বাইরে বসে রয়েছেন রোগী নিয়ে। এদিকে, বিদ্যুৎ সংযোগ না থাকায় এক্সরে ও প্যাথলজিসহ সকল সেবা বন্ধ রয়েছে। নষ্ট হওয়ার ঝুকিতে রছেয়ে শিশুদের জন্য রক্ষিত ৪ হাজার সরকারি ভ্যাকসিন।
ভান্ডারিয়া ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ রিয়াদ হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের কাছে ২১ লাখ টাকা বকেয়া রয়েছে, যা পরিশোধের জন্য এর আগেও বেশ কয়েকবার নোর্টিশ করা হয়েছে। তারা উদ্যোগ নেননি। হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধের নিশ্চয়তা দিলে আমরা সংযোগ পুনঃস্থাপন করে দিব।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দেবনাথ বলেন, বরাদ্দ না আসায় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ না থাকায় রোগীরা গরমে চরম ভোগান্তিতে রয়েছে।