নীলফামারীর ডিমলায় মাদক সেবন ও কেনাবেচার দায়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
বুধবার (৫ জুন) সকালে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়েল নেতৃত্বে সাব ইন্সপেক্টর উৎপল রায় ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের (হাকিমের চৌপথি) এলাকা হতে ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের কৃষ্ট রায়ের ছেলে স্বপন কুমার রায় (২৮) কে ১৮ পুড়িয়া (১.০৯) গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে।
অপর দিকে গতকাল মঙ্গলবার হাকিমের চৌপথি এলাকা হতে গাজা সেবনের অপরাধে বাবুরহাট গ্রামের জাবেদ আলীর ছেলে সাহেদ আলী (২২) ও জমুদ্দির চৌপথি এলাকার মোজাফফর হোসেনের ছেলে হাবিব ইসলাম (২৫) কে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় সংবাদকর্মীকে বলেন, মাদকদ্রব্য অভিনব পন্থায় বিক্রি ও সেবন চলছে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন মাদকমুক্ত ডিমলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।