শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল খুন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪, ১০:৫৬ AM আপডেট: ০৯.০৬.২০২৪ ১২:১৯ PM
বগুড়ার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল (২৬)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় তালুকদার পাড়া রাস্তার মোড়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

এসময় সে মোটরসাইকেলযোগে নিজের গ্রামের বাড়ি মুরাইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিম পাড়ায় মোটরসাইকেলযোগে ফিরছিল। রাস্তায় পাশে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় তার মোটরসাইকেলের পিছনে সিটে একজন আরোহী ছিল। সন্ত্রাসী হামলায় সে পালিয়ে যায়।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। সে পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলা রয়েছে।

সে বগুড়া শহরতলীর গোদাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে জেলা যুবদলের সাবেক এই নেতা ব্রাজিলের মোটরসাইকেলের উপর হামলা হয়েছিল। সে সময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সাথে অপর সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ মনে করছে। ঘটনাস্থল থেকে ব্রাজিলের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরো জানান, ব্রাজিল শহরতলীর গোদাপাড়া এলাকায় বেশি থাকতো।

বাবু/সীমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত