শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
দিল্লীর আদলে সাজানো হবে ত্রিশালের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা: এমপি আনিছ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪, ৪:০৫ PM
দিল্লীর আদলে সাজানো হবে ত্রিশালের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা। ত্রিশালের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার একশ শিক্ষককে প্রশিক্ষণের জন্যে পাঠানো হবে ভারতের দিল্লীতে। 

সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের হাই কমিশন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যাচ্ছে দেশ। আপনাদের ভোটে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন, আমি রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরের উন্নয়ন করে ত্রিশালকে একটি স্মার্ট ত্রিশালে রুপান্তরিত করবো, ইনশাল্লাহ- এমপি আনিছ।

ত্রিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় সংসদ সদস্যের সংবর্ধনা ও ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম আনিছুজ্জামান আনিছ এমপি এই সব কথা বলেন।

রবিবার ( ৯জুন) সকালে বিদ্যালয় প্রঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি রশিদুর হাসানের সভাপতিত্বে এবং জাতীয় পুরুস্কার প্রাপ্ত সহকারি শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আলী সিদ্দিক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মাকসুদা আখতার বানু, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপজেলা পেসক্লাবের সভাপতি ফকর উদ্দীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ত্রিশাল শাখার সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পুরুস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান রানা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত