রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
বিকাশ থেকে টাকা নেওয়ার অভিযোগে পাঁচ বছর পর আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪, ৪:৪৯ PM
বিকাশ থেকে ২ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে নেয়ার অভিযোগে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী থেকে এক বিকাশ প্রতারককে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। 

গত শনিবার গভীর রাতে সুমন আলী নামে ( ৩৬) এই প্রতারককে আটক করা হয়। আটক সুমন আলী রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ার সোবহান আলির ছেলে।

যশোর সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোঃ মহিউদ্দীন আহমেদ এর নির্দেশে এসআই রফিকুল ইসলাম জানান গত ২০১৯ সালের ২১ জানুয়ারি যশোর কোতোয়ালি থানার (মামলা নং ২১,(০১) তদন্ত করতে করতে যেয়ে বিকাশ প্রতারক সুমন আলীকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। 

সুমন আলী যশোর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় বাদীর মোবাইল থেকে প্রতারণা করে ২ লক্ষ ৯ হাজার ৮শত ৩৬ টাকা প্রতারণা করে  মোবাইল থেকে নিয়ে নেয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় গত ২১/০১/১৯ তারিখে একটি মামলা দায়ের করা হয় । দীর্ঘ পাঁচ বছরের অধিক সময়ে ধরে এই মামলাটি তদন্ত করতে যেয়ে যশোর সিআইডি পুলিশের এসআই রফিকুল ইসলাম গত ৮ জুন গভীর রাতে রাজশাহী জেলার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ীর সামনে থেকে বিকাশ প্রতারক সুমন আলীকে আটক করেন।

গত ২০১৯ সালে প্রতারক চক্র বাদীর নিকট থেকে কৌশলে বিকাশ পাসওয়ার্ড নিয়ে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাত করে।বাদী যশোর (কোতয়ালী) থানায় মামলা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। যশোর সিআইডি'র তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও স্থানীয় থানা পুলিশের সহায়তায় উক্ত আসামীকে আটক করতে সক্ষম হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত