ফেনীর সোনাগাজীতে ভূমি সেবা সপ্তাহের ৩য় দিনে সোমবার (১০জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, সার্ভেয়ার আবুল কালাম আজাদ খান, নাজির কাম ক্যাশিয়ার মোঃ মাহফুজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।