সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বারান্দায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:৩৭ PM আপডেট: ১০.০৬.২০২৪ ১:৫১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একটি হলের রিডিংরুমের করিডোরে (বারান্দা) ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম শেফা নূর ইবাদি। ২৪ বছর বয়সী ইবাদি ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।  

রোববার (৯ জুন) মধ্যরাত ১২টা ৫ মিনিটের দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এই ঘটনা ঘটে।

সহপাঠীরা জানান, ঝুলন্ত অবস্থায় তাকে দেখে দ্রুত উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেফা ব্যক্তিগত কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তিনি আরও একবার আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। 

হলের প্রাধ্যক্ষ হেনা রাণী বিশ্বাস প্রাধ্যক্ষ বলেন, রিডিং রুমের বারান্দা থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান হেনা রাণী বিশ্বাস।

ঠিক কী কারণে আত্মহত্যা করলো তা নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে ওই শিক্ষার্থী এই পথ বেছে নিয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত