বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় এসে স্বামীর আত্মসমর্পণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১:৪৬ PM আপডেট: ১২.০৬.২০২৪ ৪:১৮ PM
ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্বামী। পুলিশ সেই স্বামীকে সাথে নিয়ে উদ্ধার করে স্ত্রীর মরদেহ।

খুন হওয়া নারী সিনথিয়া ইসলাম খুশবু (২৪) ও হত্যাকারী আক্কাস আলী রনি (২৫) উভয়ের স্থায়ী বাড়ী বরিশালের ভোলায়। তবে দুইজনেরও পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তারা সাম্প্রতিক সময়ে বিবাহ করে সোনাগাজী পৌরসভার চরগনেশ ৯ ওয়ার্ডের শিউলি ভবনে বসবাস করছে। ছেলেটি পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে আক্কাস আলী রনি বিমর্ষ অবস্থায় সোনাগাজী মডেল থানায় এসে ঘুরাঘুরি করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্য তাকে জিজ্ঞেস করে সে কেন আসছে। তখন জবাবে বলে, নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে এসেছে। 


তার ভাষ্যমতে তাকে নিয়ে পুলিশের একটি টিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের আলমগীর হুজুরের বাড়ী শিউলি ভবনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত নারীর মরদেহ দেখতে পায়। তখন হত্যাকারী ও মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কাউন্সিলর নাজিম উদ্দিন ভূঁইয়া তার এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লোকজনের কাছে শুনছি তাদের পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। দু'জনই প্রেম করে বিয়ে করছে। পরিবারের অমতে বিয়ে করায় এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের পরিবার চলছে। হয়তো অভাব অনটনের কারণে ঝগড়াঝাটি থেকে এমনটি করতে পারে।


সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সূদ্বীপরায় পলাশ রক্তাক্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,  সকাল ৭টা ২০মিনিটের সময় একজন যুবক থানায় এসে তার স্ত্রীকে হত্যা করছে বললে তাকে নিয়ে একটি টিম ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিজের স্বীকারোক্তি অনুযায়ী ঐ যুবককে আটক করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত