নীলফামারীর ডিমলায় তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃতৃপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও উম্মে সালমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। প্রশিক্ষণে বক্তারা তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে বিভিন্ন দিক আলোচনা করেন।