নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন হাসপাতালের কার্যক্রম পরিচালনা করায় কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় অবস্থিত একটি ফাইলেরিয়া হাসপাতাল সিলগালা করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুর থেকে বিকেল পযন্ত ওই অভিযান পরিচালনা করেন নীলফামারী ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোস্তফা কামাল।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোস্তফা কামাল বলেন, ফাইলেরিয়া হাসপাতালের অনুমোদন নেই। যা যা থাকা দরকার সেগুলোর প্রচুর ঘাটতি। অনুমোদন না থাকায় তা সিলগালা করা হয়েছে। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, সৈযদপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন।