বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ঈদযাত্রা হবে নির্ঝঞ্ঝাট, উড়বে পুলিশের ড্রোন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৫:১২ PM
গত ঈদুল ফিতরের মতো উত্তরাঞ্চলে এবার কোরবানির ঈদযাত্রাও নির্ঝঞ্ঝাট হবে বলে আশা করছে হাইওয়ে ও ট্রাফিক পুলশ।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে জেলার সবগুলো রুট স্বাভাবিক থাকায় এবার যানজট ও দুর্ভোগের আশঙ্কা অনেকটাই কম বলে দাবি তাদের।

এদিকে দুদিন ধরে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে গাড়ির গতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। বুধবার (১২ জুন) বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়, নলকা এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা যায়।

তবে কোনো যানজট বা ধীরগতি চোখে পড়েনি। সাকেক্স-২ প্রকল্পের আওতায় এসব রুট চার লেনে উন্নীত করার কাজ শেষ দিকে। এ কারণে দ্রুত গতিতে গাড়ি চলাচল করছে।  

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, জেলার সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তাই আশা করছি, এবার কোনো যানজট বা দুর্ভোগ হবে না। ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রায় পৌনে ৮০০ পুলিশ মহাসড়কে দায়িত্বরত থাকবে। ঈদযাত্রার শুরুর দিন থেকেই মহাসড়ক মনিটরিংয়ের জন্য ওড়ানো হবে ড্রোন ক্যামেরা।  

তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ জুন) রাত থেকেই ঘরে ফেরা মানুষের চাপ বাড়বে। পুলিশ প্রস্তুত রয়েছে মহাসড়কের সার্বিক পরিস্থিতিতি মোকাবিলার জন্য।  

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আশা করছি, এবারের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হবে। আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ড্রোন ক্যামেরা দিয়ে মহাসড়ক মনিটর করা হবে।  

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৪০১টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত