বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
৩৯নং ওয়ার্ড বালুর মাঠ
কোটি টাকার অনুরোধের ঢেঁকি গিলেছে সিডিএ
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৫:২৫ PM আপডেট: ১২.০৬.২০২৪ ৬:১৮ PM
চট্টগ্রামে গরুর বাজার ইজারা নিয়ে চসিক ও সিডিএ নজিরবিহীন ঘটনা রচনা করেছে। রাষ্ট্রের এই দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একে অন্যকে শুধুমাত্র অনুরোধ জানিয়ে কোরবানির পশুর বাজার ইজারা দিয়েছে। আর এতে করে চসিক আয় করেছে দুই কোটি একুশ লক্ষ টাকা। যদিও সিডিএ নিজেদের মাঠ ব্যবহারের বিপরীতে মোট রাজস্বের ৫০ শতাংশ নিজেরা পাওয়ার শর্তেই লিখিত অনুমতি দিয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে, লাভের জন্য নয়, শুধুই অনুরোধ রক্ষায় মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অনেকে একে কোটি টাকার অনুরোধের ঢেঁকি বলেও মন্তব্য করছেন। 

নিজেদের অর্জিত রাজস্ব অন্য সংস্থার সাথে ভাগাভাগির সুযোগ নেই জানার পরও সিডিএ'র সচিব নিজেদের মালিকানাধীন মাঠটি ইজারা মূল্যের ৫০% রাজস্ব সিডিএ’কে প্রদানের শর্তে চসিককে পশুর বাজার হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন৷ যদিও সিডিএ চেয়ারম্যান বলছেন, সিটি মেয়র অনুরোধ করাতেই তিনি মাঠটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। অন্যদিকে সেই মাঠ ব্যবহারের ফলে মাঠ ও আশ পাশে সিডিএ’র সম্পত্তিতে যে ক্ষতি হবে তা পূরণের কোনো শর্তই অনুমতি পত্রে রাখা হয়নি। ফলে এই স্থানটি থেকে কোন অর্থ আয় করতে না পারলেও নিজেদের সম্পদের ক্ষতি করে চসিক এর রাজস্ব ভারি করছে সিডিএ। 

গত ৫ জুন সিডিএ সচিব মো. মিনহাজুর রহমান সাক্ষরিত সিডিএ’র মালিকানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ রিং রোড সংলগ্ন পুনর্বাসন স্থান-২ বালির মাঠে অস্থায়ী পশু হাট স্থাপনে চসিক'কে অনুমতি প্রদান সংক্রান্ত চিঠিতে (সূত্র : ৪৬.১১.১৬০০. ০০৩. ১৮. ০৩৩. ২৪.৬০৬) তিনটি শর্তে অস্থায়ী ভাবে মাঠটি ব্যবহারের অনুমতি দেয়া হয়। শর্তগুলোর মধ্যে “খ” শর্তে উল্লেখ আছে, মোট রাজস্ব আদায়ের ৫০% চউক কে প্রদান করতে হবে। উক্ত চিঠিটি সেই দিনই চসিক’র প্রধান নির্বাহীর দপ্তর গ্রহণ করেন। 

এই ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠটির ইজারা দর ১৫ লাখ ৯০ হাজার নির্ধারণ করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে বাজারটি জনৈক হারুন অর রশিদ ২ কোটি ২১ লাখ টাকায় ইজারা নেন। সিডিএ’র শর্ত অনুযায়ী মোট রাজস্বের ৫০% হিসেবে সিডিএ এক কোটি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়ার কথা। তবে বুধবার (১২ জুন) সিডিএ’র মুখপাত্র ও প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছেন, এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কাছ থেকে কোন অর্থ  সিডিএ পায়নি। এভাবে রাজস্ব ভাগাভাগির সুযোগ নেই এবং এটি নিয়ে জটিলতা সৃষ্টি হবে জানার পরো কেন এমন শর্তে চসিক কে গরুর বাজার হিসেবে মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হলো জানতে চাইলে তিনি বলেন,“আসলে চসিক পাওয়া মানেই তো আমরা পাওয়া। তবে আগামীতে শুধু চিঠি দিয়ে নয় আমরা চসিকের সাথে সরাসরি চুক্তি করে মাঠ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত দিব।” এবার আদৌ কোন রাজস্ব পাওয়া যাবে কিনা প্রশ্নের জবাবে সিডিএ প্রধান প্রকৌশলী বলেন, “আমরা এখনো আশাবাদী। আমাদের চেয়ারম্যান (সিডিএ) মহোদয় এই বিষয়ে চসিক মেয়রকে অনুরোধ জানাবেন।”

তবে সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বুলেটিনকে বলেছেন, “সিডিএ’র লাভের কি দরকার? সিটি মেয়র আমাকে একটি মাঠের জন্য অনুরোধ করলে আমি কি তাঁকে না করতে পারি?” সিডিএ কোন লাভ না নিলেও এই বালুর মাঠের ইজারাদার প্রথমে আউটার রিং রোড়ের সংযোগ সড়ক ইজারা পাবে মর্মে সবুজ সংকেত পেয়ে সড়কেই গর্ত খুঁড়ে বাঁশ গেড়ে বাজার প্রস্তুত করা শুরু করেছিল। পরে সেটি বাতিল করে তাদেরকে বালুর মাঠটি নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন মাঠের ইজারাদারদের অন্যতম মোঃ আসলাম। তবে ইতিমধ্যে এই ইজারাদার সংযোগ সড়কের খালে মাটি ভরাট করে সড়ক নির্মাণ করেছেন৷ খালে মাটি ভরাটের বিষয়ে সিডিএ চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কারো বাপেও পারবে না খালে মাটি ভরাট করতে। আমি দ্রুত এসব বন্ধে উদ্যোগ নিবো।”

জানা গেছে এই স্থানটিতে গরুর বাজার বসানোর নেপথ্যে কলকাঠি নেড়েছিলেন সিডিএ’র বোর্ড সদস্য ও স্থানীয় চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমন। তিনি নিজে এই দুইটি সংস্থার গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে থাকার সুযোগে সিডিএ ও চসিক’র মধ্যে সমন্বয় করে বালুর মাঠটিতে গরুর বাজার বসানোর ব্যবস্থা করেন। তবে চসিক মাঠটির জন্য ইজারা আহ্বান করার পর স্থানীয় এমপি লতিফ গ্রুপ সেটি ইজারা নিতে তৎপরতা শুরু করলে কাউন্সিলর সুমন গ্রুপ যেকোনো মূল্যে মাঠটি নিজেদের কব্জায় রাখতে অস্বাভাবিক দর হাঁকিয়ে মাঠটি ইজারা নেন।  এই বিষয়ে কাউন্সিলর সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইজারাদারেরা সবাই রাজনৈতিক সহকর্মী এবং একই এলাকার। সেই সূত্রেই তাদের সাথে সম্পর্ক থাকাটা স্বাভাবিক। এছাড়া পশুর হাট ইজারা কিংবা হাটের অবকাঠামো নির্মাণে তিনি সম্পৃক্ত নন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত