বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ স্লোগান কে সামনে নিয়ে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে নীলফামারী জেলার ৬ টি উপজেলার দুই শতাধিক পাট চাষীদের নিয়ে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন (বুধবার) দুপুরে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন,বিএডিসির বীজ উৎপাদন খামারের সহকারী পরিচালক মো: হারুন।
পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলাইমান আলী। জেলা পাট চাষী সমিতির সভাপতি আবু হানিফ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পাটের উন্নয়নের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছে অপরদিকে বিনামূল্যে সার ও বীজ কৃষকের মাঝে বিচরণ করা হচ্ছে।