বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১২:১৭ PM
নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রিয়ান হাসান মাহফুন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১২ জুন) রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কে চাচড়া হাইওয়ে পুলিশ ফাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনা স্থলেই মৃত্য হয় মোটরসাইকেল চালক রিয়ান হাসান মাহফুন নামে ঐ স্কুল ছাত্রের। এসময় মোটর সাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয় । তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত মাহফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র। আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, রাতের নির্জন সড়কে যশোর দিক থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছিল মাহফুন। পথিমধ্যে চাচড়া বাজার ছেড়ে চাচড়া হাইওয়ে পুলিশ ফাড়ি পূর্বে ব্রিজ অতিক্রমের সময় ক্ষিপ্রগতিতে নড়াইল দিক থেকে যশোর মুখী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল। এঅবস্থায় পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস খবর পেয়ে মোটর সাইকেল আরোহী খায়রুজ্জামানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেই। তার বামপা ও ডান হাত ভেঙ্গে যায়। তাকে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত