পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নে ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সহ সভাপতি মোঃ রবিউজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের অসহায় গরিবদের কথা ভাবেন।
তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও ঈদ উপহার পাঠিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের মাননীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী জন্য দোয়া করবেন।