শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরেরর আয়োজনে বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব আজ সকাল ১০ টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণ শেষে পল্লী মাতৃকেন্দ্র ঋন বিতরন স্কীমের আওতায় ১২ জনকে ১০ হাজার টাকা করে ঋন বিতরণ করা হয়।