বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১:০৮ PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কদমতলী নামক স্থানে এক মর্মান্তিক সড়ক র্দূঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন, উপজেলার কাশতলা গ্রামের আব্দুস ছালামের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (৪৮), তিনি গোপালপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। 

অন্যজন হলেন, গারট্ট গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ আলমগীর হোসেন বাদশা (৪৫)। গুরুত্বর আহত মোঃ মিলন (৪২)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে  তিন বন্ধু মোটরসাইকেল করে কদমতলী থেকে ঘাটাইল যাচ্ছিল। কিছু দুর যেতেই বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ  হয়। এতে ঘটনা স্থলে  জুয়েল ও বাদশা মিয়া প্রাণ হারায়। 

মোটর সাইকেলে থাকা উপজেলার বৈলতেল গ্রামের মিলনকে কালিহাতী উপজেলায় নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ঘটনাটি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু ছালাম মিয়া পিপিএম। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত