অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান ও সেবাগ্রহীতাদের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের এসএমওডিএমআরপিএ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান তালুকদারকে বদলির ২ মাস ১১ দিন অতিবাহিত হওয়ার পরেও তা বাস্তবায়ন হয়নি।
গত ২ এপ্রিল এসএমওডিএমআরপিএ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সজীব কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত এক অফিস আদেশ উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমানকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বদলি করা হয়। বদলির পর
নতুন কর্মস্থলে যোগদান করার কথা। কিন্তু যোগদান না করে আইনবহির্ভূতভাবে আগের কর্মস্থলেই রয়েছেন।
নলছিটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী বলেন,বদলি হওয়ার পরে এতদিন থাকতে পারবে না। কিন্তু রিলিজ না হওয়ায় তিনি এখানে রয়েছেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, ওই পদে আরেকজন না আসলে তাকে রিলিজ দেওয়া যাচ্ছে না। তাকে রিলিজ দিলে কার্যক্রম ব্যাহত হবে।