ময়মনসিংহের ভালুকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলীনূর খান নতুন কারিকুলাম জীবন ও জীবিকা ৫দিন ও ডিজিটাল টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণের ৪র্থ দিনে প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেছেন।
এসময় তিনি নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষকদের মাঝে জোর দাবি জানান। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আল-আমীন মোঃ মোস্তাফিজুর রহমান,একাডেমীক সুপারভাইজার মোছাঃ মাছুমা খাতুন, প্রশিক্ষক মোঃ নাজমুল আলম সোহাগ, মোঃ শওকত উছমান,মোঃ ফজলুল হক, বনি সদর, মিজানুর রহমান, সাইফ উদ্দিন, নাছিমা আক্তার, মুকছেল আলম, শামীমা নাছরিন, হারুন অর রশিদ সহ প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।