এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যায় জড়িত কে এই গায়ত্রী অমর সিং!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ২:১৯ PM
গায়ত্রী অমর সিং নামে এক এনজিওকর্মীর নাম গুরুত্বের সাথে উঠে আসে৷ অভিযোগ উঠে এই গায়ত্রীর সাথে সাবেক এসপি বাবুল আক্তারের পরকীয়া প্রেমের সম্পর্কের প্রতিবাদ করায় হত্যাকাণ্ডের শিকার হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু। মূলত পুলিশের তদন্ত এবং মিতুর বাবার কাছ থেকে জানা গেছে সেই এনজিওকর্মীর পরিচয়। আর এরপর দেশের গণমাধ্যমে এই গায়ত্রি অমর সিং কে নিয়ে প্রকাশ হতে থাকে নানা খবর সেই সাথে এই ছবিটিও গায়ত্রি অমর সিং এর বলে ফলাও ভাবে প্রচার পায়।
অভিনেত্রী সায়ালি সঞ্জীব যা গায়ত্রী অমর সিং নামে চালিয়ে দেওয়া হয়
অভিনেত্রী সায়ালি সঞ্জীব যা গায়ত্রী অমর সিং নামে চালিয়ে দেওয়া হয়
তবে খোঁজ নিয়ে জানা গেছে এই ছবি গায়ত্রীর নয়৷ এটি ভারতের মহারাষ্ট্রের একজন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী সায়ালি সঞ্জীবের। ভারতের মুন্বাইর মহারাষ্ট্রে জন্ম নেয়া এই অভিনেত্রী মারাঠি চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করেন।
অভিনেত্রী সায়ালি সঞ্জীব যা গায়ত্রী অমর সিং নামে চালিয়ে দেওয়া হয়
শুধু তাই নয় এই অভিনেত্রী মারাঠিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার সহ পুরস্কার পেয়েছেন। তিনি বাস্তা (২০২১), ঝিম্মা (২০২১), গোষ্ট এক পৈঠানিচি এবং এবি আনি সিডি (২০২০) সহ চলচ্চিত্র গুলিতে উপস্থিত হয়েছেন।
অভিনেত্রী সায়ালি সঞ্জীব
অন্যদিকে গায়ত্রী অমর সি জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরের ফিল্ড অফিসার হিসেবে কক্সবাজারে কর্মরত থাকাবস্থায় তার সঙ্গে বাবুল আক্তারের সম্পর্ক হয়। ব্যক্তিগত জীবনে গায়ত্রী বিবাহিত এবং তার একটি ছেলে রয়েছে।
অভিনেত্রী সায়ালি সঞ্জীব
অভিনেত্রী সায়ালি সঞ্জীব যা গায়ত্রী অমর সিং নামে চালিয়ে দেওয়া হয়
বর্তমানে সুইজারল্যান্ড অথবা পূর্ব আফ্রিকার কোনো দেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরের প্রটেকশন অফিসার হিসেবে কর্মরত আছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। মামলার বিষয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।