শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ভাঙ্গায় ১৫ দিন ব্যাপী সাতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩:১৮ PM
ফরিদপুরের ভাঙ্গায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ১৫ দিন ব্যাপী সাতার প্রশিক্ষণ, প্রতিযোগিতা, সনদ প্রদান ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে  উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ও সমাপনী দিবসে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রশিক্ষণার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা।

জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহিন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তানভীর। 

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে হবে। কারন ক্রীড়া চর্চার মাধ্যমে একটি  সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবে। আর ক্রীড়া চর্চার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের পরিচিতি বাড়বে।।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত