ঈদের রাতে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছে পটুয়াখালীর রাজাখালি গ্রামের একটি পরিবার। সব হারিয়ে ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।
গভীর রাতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ বাচ্চু হাওলাদারের বাডীতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ীতে মরহুম এসকান্দার হাওলাদারের ঘরে ঈদ উপলক্ষে আত্মীয় স্বজন ও পরিবার-পরিজন নিয়ে গত সোমবার রাত ১টার দিকে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে তিনটার দিকে আগুনের ধোয়ার গন্ধে সকলের ঘুম ভেঙ্গে যায়। পরে তাদের ডাকচিৎকারে বাড়ীর লোকজন উঠানে এসে দাউ দাউ করে আগুন জলতে দেখে রান্না ঘরে।
এরপর সবাই আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে অন্যান্য মালামাল ছাড়াও ঘরে থাকা ১৫ মন মুগডাল, ১০ মন চালও পুড়ে যায়। তবে এঘটনায় কেউ আহত হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ।