বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
বগুড়ায় গুলি করে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার চার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৪:১৫ PM
ঈদের দিন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে ও কুপিয়ে জোড়া খুনের ঘটনায় বগুড়া মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (১৮ জুন) র‍্যাব-১২  বগুড়া শহরের উপশহর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

আজ বুধবার (১৯ জুন) সকালে বগুড়া সদর থানায় তাকে হস্তান্তর করার পর জোড়া খুনের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বগুড়ার নিশিন্দারা এলাকায় জোড়া খুনের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত সৈয়দ কবির আহম্মেদ মিঠু সহ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত অন্যরা হলেন, নিশিন্দারা খাঁপাড়া এলাকার শেখ সৌরভ, নিশিন্দারা পূর্বপাড়া এলাকার নাঈম হোসেন এবং সুলতানগঞ্জপাড়ার আজবিন রিফাত।

পুলিশ জানায়, ঈদের দিন রাতে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকার দুই যুবক মোহাম্মদ শরীফ এবং শরীফের মামাতো ভাই মোহাম্মদ রোমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহত শরীফের মা হেনা বেগম মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। এরপরেই রয়েছেন মিঠুর ভাই বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, টিপুর ভায়রা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি একাধিক হত্যা মামলার আসামী শাহ মেহেদী হাসান হিমু, শেখ সৌরভ, নাঈম হোসেন এবং আজমিন রিফাতসহ ১৩ জন। এছাড়া অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশ আরো জানিয়েছে, জোড়া খুনের ঘটনার তথ্য উন্মোচন করার লক্ষ্যে বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে হাজির করা হলে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। 

এর মধ্যে মঙ্গলবার দিনব্যাপী অভিযানে নিশিন্দারা খাঁপাড়া এলাকার শেখ সৌরভ, নিশিন্দারা পূর্বপাড়া এলাকার নাঈম হোসেন এবং সুলতানগঞ্জপাড়ার আজবিন রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত