মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পদ্মার চরে পিটিয়ে মারা হলো ৪টি রাসেলস ভাইপার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ১১:২৪ AM আপডেট: ২৩.০৬.২০২৪ ৪:১২ PM
উপজেলার বিলমাড়িয়া ইউপির পদ্মার নওসাড়া চরে বাদামের জমিতে এ সাপের দেখা মিলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় হঠ্যৎ বিশাল একটি মা রাসেল ভাইপার সাপ তারা দেখতে পায়। 

পরে চরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। সেখানে আরো সাপ আছে কী না তা খুঁজতে থাকেন কৃষকরা।

এক পর্যায়ে ওই স্থানে বাদামের জমিতে আরো ৩টি বাচ্চা সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। এ খবর শুনে আশেপাশের মানুষ মৃত সাপগুলোকে দেখতে ছুটে আসেন। এ ঘটনার পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে। 


বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার চরে আগেও রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। 

গত কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়। অনেক দিন পর আবার চরে এই রাসেল ভাইপার সাপের দেখা মিললো। কৃষকরা সাপ দেখতে তিনটি বাচ্চাসহ একটি মা সাপকে পিটিয়ে মারে। বর্তমান সারাদেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত