মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ১১:৩৮ AM
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জোহরা বেগম (৫৫) নামে এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে। 

গতকাল শনিবার (২২ জুন) বিকেল পাঁচ ঘটিকার সময় উপজেলার গোমতি বাজারের পুরাতন বিজিবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জোহরা বেগম (৫৫) গোমতি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড পুরাতন বিজিবি ক্যাম্প এলাকার মৃত সুরুজ মিয়ার মেয়ে।  

স্থানীয়রা জানান, জোহরা বেগম একজন বাক প্রতিবন্ধী নারী, আজ বিকেলে সে রাস্তা পারাপারের সময় হঠাৎ জাহের মিয়ার মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, জোহরা বেগম প্রতিবন্ধী হওয়ায় তাঁর বিয়ে হয়নি। তাঁর ভাইয়ের ছেলে আলাউদ্দিনের সাথে থাকেন, কিন্তু তাকে আলাউদ্দিন সহ তাঁর পরিবার মানসিক নির্যাতন করতো, তাঁর নামে সরকার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর দিলেও সেই ঘরে তাঁকে থাকতে দেয়নি তাঁকে একটি ভাঙ্গা নরবরে ঘরে থাকতে দিতো। আজ মোটরসাইকেল দুর্ঘটনায়  সে মারা যাওয়ার পরও তাঁরা নিশ্চুপ স্থানীয় কয়েকজন নেতার মাধ্যমে টাকা-পয়সা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। 

মোটরসাইকেল চালক জাহের মিয়া (৩০) গোমতি ইউনিয়নের একই ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার মৃত ওহাব আলীর ছেলে।

এ বিষয়ে গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমি কিছুক্ষণ আগে জেনেছি। এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এ দুর্ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত