মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে: অলৌকিকভাবে বাঁচলো ৬ মাসের শিশু!
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ১:৩০ PM আপডেট: ২৩.০৬.২০২৪ ৪:৫৮ PM
ছোট্ট কন্যা শিশুকে নিয়ে বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত হন রাইতি খান। তিনিসহ ওই দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। তবে বেঁচে ফিরেছেন রাইতি খান-সোহেল দম্পতির শিশুকন্যা সাবরিন।

বাবার কোলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছয় মাস বয়সী শিশু সাবরিন। সে হয়তো জানে না তার মা আর নেই। 

গতকাল শনিবার মাদারীপুর থেকে বরগুনার আমতলীতে বউভাত খেতে আসার পথে বরগুনার আমতলীর চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে সাবরিনের মা রাইতি খানসহ ১০ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। এ ছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

সাবরিনের বাবা সোহেল খান জানান, সাবরিনের মা রাইতিসহ তাদের আত্মীয়স্বজনদের ১৬ জন একটি মাইক্রোবাসে ছিল। সেতু ভেঙে মাইক্রোবাসটি যখন নদীতে ডুবে যাচ্ছিল রাইতি তখন কোল থেকে সাবরিনকে কচুরিপানার মধ্যে ফেলে দেন। 

পেছনে একটি অটোতে সোহেলসহ দুজন আত্মীয় ছিল। তারাও পানিতে ডুবে যাচ্ছিল। সোহেল কোনোভাবে সাঁতরে ওপরে উঠে আসার সময় কচুরিপানার ওপর তার চোখ পড়ে। দেখেন ওই কচুরিপানার ওপর সাবরিন। সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সেখান থেকে উদ্ধার করেন তিনি।

সোহেল খান বলেন, এভাবে আমার সবকিছু কেড়ে নিলা আল্লাহ। ছোট মেয়েটাকে নিয়ে আমি এখন কীভাবে বাঁচব।

প্রসঙ্গত, গতকাল দুপুরে বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে সাত নারী ও দুই শিশুসহ ১০ জন বরযাত্রী নিহত হন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত