মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
দিনাজপুরে আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উৎসব পালিত
দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ৩:৪৫ PM
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষ্যে দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগি সমমনা ভ্রাতৃ প্রতীম সংগঠনের যৌথ সহযোগিতায় দিনাজপুরে পালিত হলো আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো- ২৩ জুন ২০২৪ রোববার সকাল ৬টায় বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রতিষ্ঠাকালীন ৪ নেতৃবৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় সমাবেশ ও দিবসের তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দের সংক্ষিপ্ত আলোচনা, সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা ও ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি এ্যাডঃ আব্দুল লতিফ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা। 

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রতিষ্ঠাকালীন জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ। 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষ্যে সকাল ১০টায় ইনস্টিটিউট প্রঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শাহ ইয়াজদান মার্শাল, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনামউল্লাহ জেমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা প্রমুখ। 

আলোচনা সভা শেষে বেলুন-ফেস্টুন ও পায়ড়া উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত