বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ৪:১৬ PM আপডেট: ২৩.০৬.২০২৪ ৪:১৯ PM
আজ ২৩ শে জুন’বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সংকট, সংগ্রাম ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগের ৭৫ বছর '৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ।

নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে সেই ঐতিহ্যবাহী ও প্রাচীন সংগঠন বাংলাদেশ আ'লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

রোববার (২৩ জুন) কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দুপুর ১২ টায় প্লাটিনাম জয়ন্তী কেক কাটা হয়। পরপরই সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞার সঞ্চালনায় সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়।

বেলা ১১ টায় দলীয় কার্যালয়  থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

দুপুর ১ টায় দলীয় কার্যালয় থেকে আ.লীগের প্লাটিনাম জয়ন্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে দলীয় ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, যুবলীগ নেতা আল মামুন কোকিল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির আলম ভূঞা, শ্রমিক লীগের সভাপতি মো.শফিকুল ইসলাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়া, যুবমহিলালীগের সভাপতি কল্যাণী হাসানসহ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল অংগ ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল মুক্তিকামী শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কান্দিউড়া মসজিদ পেশ ঈমাম মওলানা মোকাররম হোসেন। 

বাবু/সীমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত