নেত্রকোনার কেন্দুয়ায় টানা কয়েকদিনের ভারিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত শনিবার বিকেল পর্যন্ত পানিবন্দি হয়েছে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ৪৫টি পরিবার। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। ভারিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নদনদীসহ বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে উপজেলার প্রত্যেকটি হাওরে পানি বাড়ছে। এতে করে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জলমগ্নতা সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।
আরো জানা গেছে, উপজেলার মোজাফফর পুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। টানা ভারিবৃষ্টি থাকায় কোন লোকজন বের হতে পারছেন না। তাছাড়া চারদিক পানি থাকায় সব ধরনের কাজ কর্ম বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে।
মোজাফরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা জানান, আমার ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৪৫টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। সারাদিন বৃষ্টি থাকায় খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। আমি পানিবন্দি পরিবার গুলোকে চিহ্নিত করে ব্যক্তিগত ভাবে তাদের আর্থিক সহায়তা প্রদান করি পাশাপাশি আমি আমার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। খাদ্য সংকট থাকলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কেন্দুয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত ৩৩ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে বলে খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম, মনিটরিং টিম, মেডিকেল টিম, ত্রাণ বিতরণ টিম গঠন করা হয়েছে। বন্যা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলার জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।